গুয়াহাটিঃ আলফার ছয়জন সিনিয়র সদস্য বুধবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সংগঠনের উপর মহলের কার্যকলাপে অসন্তুষ্ট হয়েই অস্ত্ৰ সমেত তারা আত্মসমর্পণ করে। বৃহস্পতিবার অসম পুলিশের দশম এপিবিএন-এর সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে ডিজিপি কুলধর শইকিয়া আত্মসমর্পণকারীদের উদ্ধৃতি দিয়ে বলেন,স্থানীয় মানুষ বিশেষ করে চা কর্মী অপহরণ,চা শিল্পের ক্ষতি,মায়ানমার সীমান্তে সন্ত্ৰাস বিরোধী অভিযান জোরদার করে তোলা ইত্যাদি কঠিন সমস্যার মুখে পড়েই তারা আত্মসমর্পণ করেছে।
Begin typing your search above and press return to search.