ধুবড়িঃ ধুবড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্ৰের উদ্ভাবিত হাইড্ৰোপনিক গ্ৰিন ফডার বিলাসীপাড়ায় কৃষকদের মধ্যে খুবই জনপ্ৰিয় হয়ে উঠেছে। বন্যার সময় এই বিশেষ প্ৰযুক্তি পশু খাদ্য সরবরাহের ক্ষেত্ৰে বিকল্প হতে পারে। ধুবড়ি কেভিকের ড.পি সুত্ৰধর একথা জানান।