Begin typing your search above and press return to search.
নাগরিক বিলের বিরুদ্ধে বরবরুয়া,সোনারিতে প্ৰতিবাদ মিছিল

ডিব্ৰুগড়ঃ নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্ৰতিবাদের ঝড় উঠেছে। অসমীয়া যুবমঞ্চ ও বরবরুয়া আঞ্চলিক সমিতি মঙ্গলবার বিলের বিরুদ্ধে বরবরুয়ায় একটি প্ৰতিবাদ মিছিল বের করে। সোনারিতেও বুধবার বিলের প্ৰতিবাদে মিছিল বের করে বিভিন্ন সংগঠন।
Next Story