নুমলিগড়ে ধনশিরি নদীর ওপর থাকা শঙ্কর বরুয়া সেতুতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ৩৭ নং জাতীয় সড়কের ওপর রয়েছে মরণফাঁদ রূপী এই সেতু। স্থানীয় মানুষের মতে এই সেতু দিয়ে প্ৰতিদিনই তারা গাড়ি নিয়ে চলাচল করছেন। যেকোনও সময় সেতুর গর্তে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে সেতু মেরামত করা না হলে পরিবহণে গুরুতর সমস্যার সৃষ্টি হওয়া ছাড়াও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেতু সারাইয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন জনগণ।
Begin typing your search above and press return to search.