নেদারল্যান্ডসের প্ৰধানমন্ত্ৰী মার্ক রুটি দুদিনের সফরে বৃহস্পতিবার দিল্লিতে এসে পৌঁছন। ২০১৫ সালের পর রুটির এটা দ্বিতীয়বার ভারত সফর। ২০১৭ তে ফের প্ৰধানমন্ত্ৰী নির্বাচিত হবার পর এটা তাঁর প্ৰথম এদেশ সফর।