
স্বঘোষিত গুরমিত রাম রহিম-এর গ্ৰেপ্তারের প্ৰেক্ষিতে গত বছর হরিয়ানার পঞ্চকুলায় হিংসাশ্ৰয়ী ঘটনার পর আবার সংবাদের শিরোনামে উঠে এল এই অঞ্চলটি।পঞ্চকুলায় ২২ বছর বয়সী এক বিবাহিতা মহিলাকে ৪০ জন নরপিশাচ ৪ ধরে ধর্ষণ,বর্বরতা চালানোর ঘটনা প্ৰকাশ্যে এসেছে।পঞ্চকুলার প্ৰত্যন্ত এলাকা মরনির একটি সরকারি অতিথিশালায় এই বর্বর ঘটনাটি ঘটেছে।টানা চারদিন নির্যাতিত হওয়ার পর মহিলাটি কামুকদের কবল থেকে পালিয়ে পঞ্চকুলায় পৌঁছন।ঘটনায় দুজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। অতিথিশালার মালিকের বিরুদ্ধে রুজু করা হয়েছে একটি মামলা।