পল্টনবাজার এলাকায় যৌনচক্ৰের মুখোশ ফাঁস

পল্টনবাজার এলাকায় যৌনচক্ৰের মুখোশ ফাঁস
Published on

গুয়াহাটিঃ মহানগরীর ব্যস্ততম পল্টনবাজার এলাকা থেকে বৃহস্পতিবার পুলিশ একটি পতিতা চক্ৰের মুখোশ ফাঁস করেছে। একটি সেলুন ও স্পার আড়ালে পতিতাবৃত্তি চালাচ্ছিল চক্ৰটি। পুলিশের অপরাধ শাখা অভিযান চালিয়ে ওই স্পা থেকে ৩ জন পুরুষ ও ১০ মহিলাকে গ্ৰেপ্তার করে। সেলুনটি চালাচ্ছিল আসু সিং।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com