Begin typing your search above and press return to search.

প্ৰকল্পের কাজ ক্ষিপ্ৰতার করতে এনইসিকে বললেন রাজনাথ

প্ৰকল্পের কাজ ক্ষিপ্ৰতার করতে এনইসিকে বললেন রাজনাথ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 July 2018 8:39 AM GMT

উত্তর পূর্ব পরিষদকে(এনইসি)দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্ৰকল্পগুলির কাজ ক্ষিপ্ৰতর এবং তহবিলের যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে বলেছেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং।সোমবার শিলঙে এনইসি-র ৬৭তম পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন রাজনাথ।অ্যাক্ট ইস্ট পলিসির উদ্দেশ্য পূরণে একটা রোডম্যাপ তৈরিতে নিজের ভূমিকা পালনের জন্য এনইসি-র প্ৰতি আর্জি জানান স্বরাষ্ট্ৰমন্ত্ৰী।তিনি আশা করেন,নবগঠিত নিতি ফোরাম এই অঞ্চলের বিকাশের পথ খুলে দেবে।ডোনারমন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং,অসমের মুখ্যমন্ত্ৰী সোনোয়াল ও অন্যান্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন।

Next Story