
গুয়াহাটিঃ সপ্তম দিনে অর্থাৎ বুধবার রাজ্যের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। প্ৰধান নদীগুলির জল অনেকটা কমেছে। তবে বুধবার পর্যন্ত প্ৰথম দফার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। করিমগঞ্জে কুশিয়ারা ও বদরপুরঘাটে বরাক এখনও বিপদ চিহ্নের উপর দিয়ে বইছে। ৫ জেলার ১৬টি রাজস্ব সার্কলের ৬৭১টি গ্ৰামের মোট ৬,১৪,৫৯৭ জন ব্যক্তি বন্যায় ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। করিমগঞ্জে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বন্যায় ক্ষতিগ্ৰস্ত হন।