গুয়াহাটিঃ আসু ও অন্যান্য ২৮টি সংগঠন নাগরিক বিল প্ৰত্যাহারে কেন্দ্ৰকে চাপ দিতে রাজ্য ও রাজ্যের বাইরে একগুচ্ছ আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেছে মঙ্গলবার। ২৮ সংগঠনের প্ৰতিনিধিরা আসুর সঙ্গে এক বৈঠকে কেন্দ্ৰীয় সরকার বিল প্ৰত্যাহার না করা অবধি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।