বিল্ডিং নির্মাণে সিঙ্গল উইন্ডো পারমিশনের ব্যবস্থা করার নির্দেশ মুখ্যমন্ত্ৰীর

বিল্ডিং নির্মাণে সিঙ্গল উইন্ডো পারমিশনের ব্যবস্থা করার নির্দেশ মুখ্যমন্ত্ৰীর
Published on

উত্তরপুবের প্ৰবেশদ্বার গুয়াহাটিতে একটা স্বপ্নের বিল্ডিং বানাতে কে না চায়।কিন্তু তার জন্য প্ৰয়োজনীয় অনুমতি সংগ্ৰহ করতে গিয়ে হিমসিম খেতে হয় নাগরিকদের।নির্মাণে অনুমতির জন্য বহু সংস্থা থাকায় নাগরিকদের অনুমতি সংগ্ৰহ করতে গিয়ে প্ৰচণ্ড অসুবিধার মুখে পড়তে হয়,অপচয় হয় সময়েরও।নাগরিকরা যাতে সহজেই অনুমতি পান তারজন্য মুখ্যমন্ত্ৰী সোনোয়াল গুয়াহাটি পুরনিগমকে বহুমুখী এজেন্সির বদলে সিঙ্গল উইন্ডো এজেন্সির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।শুধু জিএমসিতে আবেদন করেই নির্মাণের অনুমতি পাওয়া যায় তার জন্যই এই নির্দেশ।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com