টানা দশ বছর গ্ৰাহকদের সেবা দানের পর বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি ন্যানোর সফরে ইতি টানলো টাটা গোষ্ঠী। কোনও রকম চাপে না পড়ে ভারতীয়রা যাতে সস্তায় গাড়ি কিনতে পারেন সেই উদ্দেশ্যেই ন্যানো বাজার ছেড়েছিল টাটা। গোড়াতে এই গাড়ি কেনার জন্য ক্ৰেতাদের মধ্যে যথেষ্ট আগ্ৰহ দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিক্ৰি কমে আসায় ও চাহিদা হ্ৰাস পাওয়ায় উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানি। তবে নতুন গাড়ি বাজারে ছাড়তে টাটা উদ্যোগ নেবে বলে আশা করছেন গ্ৰাহকরা।
Begin typing your search above and press return to search.