বোড়োল্যান্ডের সমর্থনে আবসুর ই-মুভমেণ্ট

বোড়োল্যান্ডের সমর্থনে আবসুর ই-মুভমেণ্ট
Published on

কোকরাঝাড়ঃ আবসু এবং এনডিএফবি(পি)ও পিজেএসিবিএম বোড়োল্যান্ড দাবির সমর্থনে মঙ্গলবার রেললাইন থেকে সরে ইণ্টারনেটের মাধ্যমে ই-মুভমেণ্ট শুরু করেছে। বোড়ো সমস্যার স্থায়ী সমাধানে রাজনৈতিক পর্যায়ে ত্ৰিপাক্ষিক আলোচনার দাবিতে প্ৰধানমন্ত্ৰীকে ইণ্টারনেটের মাধ্যমে একটি স্মারকপত্ৰ দিয়েছে তারা।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com