

আবসু এবং পিজেএসিবিএম বৃহস্পতিবার বলেছে,শান্তি আলোচনায় বড়োল্যান্ড সমস্যার আশু সমাধানে তারা আশাবাদী।পৃথক বোড়োল্যান্ডের দাবি নিয়ে বুধবার নয়াদিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং-এর পৌরোহিত্যে ত্ৰিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্ৰ সচিব রাজীব গৌবা,গৃহ বিভাগের যুগ্মসচিব(এনই)সত্যেন্দ্ৰ গার্গ।রাজ্য সরকারের পক্ষে প্ৰতিনিধিত্ব করেন রাজস্বও সেচমন্ত্ৰী ভবেশ কলিতা,মুখ্যসচিব টি ওয়াই দাস,ডিজিপি কুলধর শইকিয়া প্ৰমুখ।আবসু সভাপতি প্ৰমোদ বোড়ো ও পিজেএসিবিএম-নেতারা উপস্থিত থাকেন।