ভুবনেশ্বরঃ ভারত সুপারসোনিক ক্ৰুজ ক্ষেপণাস্ত্ৰ ব্ৰহ্মস সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করল। ওড়িশার বালাশোর জেলার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্ৰ থেকে সোমবার সকাল ১০-১৮ মিনিটে ক্ষেপণাস্ত্ৰটি উৎক্ষেপণ করা হয়। যেকোনও আবহাওয়ায় ব্যবহারের যোগ্য এটি অন্যতম সেরা ক্ষেপণাস্ত্ৰ।