ব্ৰিটানিয়া অসমে একটা নতুন উৎপাদন প্ৰকল্প স্থাপন করল

ব্ৰিটানিয়া অসমে একটা নতুন উৎপাদন প্ৰকল্প স্থাপন করল
Published on

ব্ৰিটানিয়া অসমে ১৭০কোটি টাকার একটি নতুন উৎপাদন প্ৰকল্প স্থাপন করেছে।ব্ৰিটানিয়া ইন্ডাস্ট্ৰিজের ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরির উপস্থিতিতে প্ল্যান্টটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল।ফ্যাক্টরিতে মোট কর্মী থাকছেন প্ৰায় ১০০০ জন।কর্মীদের ৭০শতাংশই মহিলা।তিনটি শিফটে চলছে ফ্যাক্টরির কাজ।বেরি বলেন,প্যাক করা খাদসামগ্ৰী উত্তর পুবের মানুষের চাহিদা পূরণ করবে।মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বলেন,ব্ৰিটিনিয়ার মতো অন্যান্য প্ৰতিষ্ঠানও এখানে শিল্প স্থাপনে এগিয়ে আসবে এবং নিয়োগ সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশা করছি।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com