মহানগরীতে ওয়াটার এটিএম-এর অনেকগুলিই অকেজো, নেই জলও

মহানগরীতে ওয়াটার এটিএম-এর অনেকগুলিই অকেজো, নেই জলও
Published on

গুয়াহাটি স্মার্ট সিটি লিমিটেড মহানগরীর বিভিন্ন স্থানে পথিকদের তৃষ্ণা মেটাতে ওয়াটার এটিএম বসিয়ে একটা উচ্চাশামূলক প্ৰকল্প চালু করেছিল ঠিকই। কিন্তু ‘ওই সব এটিএমে জল নেই,অকেজো পড়ে আছে কয়েকটি’। স্মার্টচিটি মিশনের কিছু কিছু প্ৰকল্প অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। ওয়াটার এটিএম এই স্কিমগুলির একটি। শহরের জনস্থানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতেই এটিএমগুলো বসানো হয়েছিল,যার অনেকগুলি এখন অকেজো। কামাখ্যা মন্দির,চাঁন্দমারি,শিলপুখুরি,পল্টনবাজার ও অন্যান্য স্থানে এটিএমগুলি বসানো হয়ছিল।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com