BreakingNews
মহিলা উদ্যোগীদের বাজার দখলে সচেষ্ট হওয়ার আহ্বান সর্বানন্দের
বরপেটাঃ মহিলা উদ্যোগীদের তাঁদের উৎপাদিত সামগ্ৰী নিয়ে রাজ্যের বাজার দখলের চেষ্টায় ব্ৰতী হতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। বরপেটার সরভোগ মিনি স্টেডিয়ামে পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগের আয়োজিত মহিলা সমারোহে মুখ্যঅতিথির ভাষণে সোনোয়াল ওই আহ্বান জানান। মুখ্যমন্ত্ৰী বলেন,মহিলাদের অসীম ক্ষমতা রয়েছে। এই সত্য উপলব্ধি করে রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নে ও জাতি গঠনে অগ্ৰণী ভূমিকা নিতে হবে মহিলাদের।
