মাধ্যমিকে পাশের হার ৫৬.০৪ শতাংশ,কামাল দেখাল অখ্যাত স্কুলগুলি

গুয়াহাটিঃ রাজ্যে মাধ্যমিক ও হাই মাদ্ৰাসা পরীক্ষায় এবার উত্তীর্ণের হার যথাক্ৰমে ৫৬.০৪ ও ৫০.৬২। মেধা তালিকায় অখ্যাত স্কুলের ছাত্ৰরা কামাল দেখিয়েছে। মেধা তালিকায় প্ৰথম দশটি স্থান দখল করেছে ৩৭ জন। শীর্ষ স্থান পেয়েছে শোণিতপুর জেলার মুনলিট হাইস্কুলের রক্তিম ভুঁইয়া। তাঁর অর্জিত নম্বর ৬টি বিষয়ে লেটার সহ ৫৯৩। অবিনাশ কলিতা ও প্ৰীতপল বেজবরুয়া ৫৯২ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান পেয়েছে। অবিনাশ বরপেটার আনন্দরাম বরুয়া অ্যাকাডেমির এবং প্ৰীতপল টিহু হাইস্কুলের। তৃতীয় স্থান পেয়েছে ৩ জন। ৫৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করে সুলতানা আইশা সিদ্দিকা,জিন্টি দেবী ও আরবি চলিহা। মাধ্যমিকে বসেছিল ৩,৩৭,৫৭০ জন উত্তীর্ণ হয়েছে ১,৮৯,১৯১ জন। ৬০,৯৮৭ জন প্ৰথম বিভাগ,৮১,৮৫৩ জন দ্বিতীয় ও ৪৬,৩৫১ জন তৃতীয় বিভাগ পেয়েছে। তবে জেলাওয়াড়ি পারফরম্যান্সে বন্যা বিধ্বস্ত ধেমাজি শীর্ষে। এবার ছেলেরা ছাপিয়ে গেছে মেয়েদের।