মাধ্যমিকে শীর্ষ স্থানাধিকারী রক্তিমকে সংবর্ধনা রাইফেলসের

মাধ্যমিকে শীর্ষ স্থানাধিকারী রক্তিমকে সংবর্ধনা রাইফেলসের
Published on

তেজপুরঃ ২০ আসাম রাইফেলস মাধ্যমিকে শীর্ষ স্থানাধিকারী রক্তিম ভূঁঞাকে তাঁর তেজপুরের বাড়িতে গিয়ে একটি স্মারক,শংসাপত্ৰ ও নগদ অর্থ দিয়ে সংবর্ধনা জানাল। রক্তিম ৬০০র মধ্যে ৫৯৩ পেয়ে শীর্ষ স্থান দখল করে। রাইফেলসের এই স্বীকৃতি অন্যান্যদের ভাল ফল করায় উৎসাহিত করবে।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com