মানস সরোবরে ২ ভারতীয় তীর্থযাত্ৰীর মৃত্যু,আটকে আছেন ১৫০০

মানস সরোবরে ২ ভারতীয় তীর্থযাত্ৰীর মৃত্যু,আটকে আছেন ১৫০০

Published on

মানস সরোবরে ২ ভারতীয় তীর্থযাত্ৰীর মৃত্যু হয়েছে।ওদিকে তিব্বতের কৈলাশ মানস সরোবর থেকে ফেরার পথে প্ৰায় ১৫০০ তীর্থযাত্ৰী নেপালের হুমলা জেলার সিমিকটে আটকে পড়েছেন প্ৰচণ্ড বৃষ্টি,খারাপ আবহাওয়ার জন্য।ভারতীয় দূতাবাস সোমবার জানিয়েছে তারা সিমিকট রুটের পরিস্থিতির প্ৰতি নজর রাখছে।বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ বলেছেন,ভারতীয়দের নিরাপদে দেশে পৌঁছে দেওয়ার জন্য সেনা কপ্টারের ব্যবস্থা করতে কাঠমান্ডুকে অনুরোধ জানানো হয়েছে।‘সিমিকটে ৫২৫ জন,হিলসায় ৫৫০ এবং তিব্বতে ৫০০ জনের বেশি তীর্থযাত্ৰী আটকে আছেন’-টুইটারে জানান স্বরাজ।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com