Begin typing your search above and press return to search.
মাহুরে উন্মত্ত জনতার মার থেকে প্ৰাণে বাঁচলেন তিন সাধু

ডিমাহাসাও-এর মাহুরে বৃহস্পতিবার একদল উন্মত্ত জনতার হাতে প্ৰাণ খোয়াতে বসেছিলেন তিন সাধু।ডিমাহাসাও পুলিশ,সেনার তৎপরতায় ডকমকা কাণ্ডের মতো আরও একটি ঘটনা রোখা সম্ভব হয়েছে।সাধুরা কামাখ্যা সহ বিভিন্ন মন্দির দর্শনে বেরিয়েছেন।উত্তরপ্ৰদেশের ৩সাধু কামাখ্যা দর্শন সেরে গাড়িতে চেপে ত্ৰিপুরা সুন্দরী মন্দির দর্শনে যাচ্ছিলেন। বুধবার মাহুরে পৌঁছলে গাড়িতে গোলোযোগ দেখা দেয়।রাত গাড়িতেই কাটান।পরদিন সকালে কিছু মানুষ ছেলেধরা ভেবে তাঁদের ওপর পাথর ছুঁড়তে শুরু করে।কর্তব্যরত সেনা,পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের প্ৰাণ বাঁচায়।
Next Story