গুয়াহাটিঃ রাজ্যপাল জগদীশ মুখি পবিত্ৰ রমজান মাস উপলক্ষে রাজ্যের মুসলিম সম্প্ৰদায়ের প্ৰতি শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পবিত্ৰ রমজানের উপবাস। এক বার্তায় মুখি অসম ও উত্তর পুবের মুসলিম জনগোষ্ঠীর প্ৰতি তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান।