মোট ২৪ টন কুইন প্ৰজাতির আনারস দুবাইয়ে পাঠাবে ত্ৰিপুরা

মোট ২৪ টন কুইন প্ৰজাতির আনারস দুবাইয়ে পাঠাবে ত্ৰিপুরা

Published on

আগরতলাঃ বিদেশের বাজারে পর্যাপ্ত চাহিদার জন্য ত্ৰিপুরা সরকার ২৪ টন কুইন প্ৰজাতির আনারস রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বাজারে এই প্ৰজাতির আনারসের যাতে অভাব না হয় সেদিকেও নজর রাখছে সরকার। ইতিমধ্যেই ছয় টন এই প্ৰজাতির আনারস দুবাইয়ে পাঠানো হয়েছে। বাকি আনারস শীঘ্ৰই ওই দেশে পাঠানো হবে-জানান রাজ্যের কৃষিমন্ত্ৰী প্ৰাণজিৎ সিংহ রায়।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com