মোদিকে প্ৰতিশ্ৰুতি পূরণের কথা স্মরণ করিয়ে আন্দোলনের হুমকি আন্নার

Published on

সমাজকর্মী আন্না হাজারে বৃহস্পতিবার প্ৰধানমন্ত্ৰী মোদিকে‘প্ৰতিশ্ৰুতি পূরণ না করার’ কথা ফের স্মরণ করিয়ে সতর্ক করে দেন ২অক্টোবরের মধ্যে প্ৰতিশ্ৰুতি পালন না করলে আবার আন্দোলনে নামবেন।বলেন, ৪বছর তিনি মোদিকে অনেকবার চিঠি লিখেও জবাব পাননি।সম্প্ৰতি প্ৰধানমন্ত্ৰী কার্যালয়ের প্ৰতিমন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং-এর উদ্দেশে এক চিঠিতে সাতটি প্ৰধান প্ৰতিশ্ৰুতির কথা তিনি উল্লেখ করেছেন।৬০বছরের উধের্বর কৃষকদের মাসে ৫হাজার টাকা করে পেনশন,লোকপাল ও লোকায়ুক্ত নিয়োগে প্ৰতিশ্ৰুতি পালন ও ৬৩,৪৪নং ধারা সংশোধনের আহ্বান জানান আন্না।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com