অনাস্থা নিয়ে শুক্ৰবার সংসদে বিতর্ক চলাকালে কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী প্ৰধানমন্ত্ৰীকে ক্ষুরধার আক্ৰমণ শানান। মোদি ‘জুমলা স্ট্ৰাইক’ শুরু করেছেন অভিযোগ এনে রাহুল কটাক্ষ করেন,তিনি চৌকিদার নন,একজন ভাগিদার। ‘মোদি যুবক,কৃষক,দলিত ও মহিলাদের অগ্ৰাহ্য করে শিল্পপতি বন্ধুদের পাশে দাঁড়াচ্ছেন। রাফেল বিমান চুক্তি নিয়ে মিথ্যে বলেছেন। চিনের প্ৰেসিডেন্ট জি জিনপিঙের কাছে ডোকলাম ইস্যু না তুলে সেনার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন’ বছরে দুকোটি কর্মসংস্থান ও প্ৰত্যেকের অ্যাকাউণ্টে ১৫ লক্ষ টাকা জমা করার প্ৰতিশ্ৰুতির খেলাপ করেছেন মোদি। বিতর্কে অংশ নেবারপর রাহুল আচমকা মোদিকে আলিঙ্গন করায় সংসদ এক নতুন দৃশ্যের সাক্ষী হয় এদিন।
Begin typing your search above and press return to search.