যোরহাটঃ যোরহাট শহরের বুকে থাকা ঢাকাইপট্টির একটি গুদাম তথা জুতোর দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ছটি দমকল দীর্ঘসময় লড়াই করে আগুন বাগে আনে।