রঙিয়া রেল ডিভিশনে মাসব্যাপী পরিচ্ছনতা অভিযান শুরু হয়েছে ডিআরএম রবিলেশ কুমারের তত্ত্বাবধানে। রেলওয়ে বোর্ডের নির্দেশে সারা দেশে সব ট্ৰেন,প্ল্যাটফর্ম ইত্যাদিতে এই সাফাই অভিযানে চালানো হচ্ছে ২৫মে থেকে।যাত্ৰীদের সন্তুষ্টির জন্যই স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবেই শুরু হয়েছে এই কর্মসূচি।