গুয়াহাটিঃ রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে বরাক উপত্যকার কাছাড় জেলায় বন্যায় আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে বন্যায় এপর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রিপোর্ট অনু্যায়ী রাজ্যের ৫ জেলা ধেমাজি,লখিমপুর,কাছাড়,করিমগঞ্জ ও হাইলাকান্দিতে বন্যা এবার প্ৰথম থাবা বসায়। ওই পাঁচ জেলার ১৯২টি গ্ৰামের ৯৬,৯৯৩ জন মানুষ বন্যায় ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। বিভিন্ন স্থান এখনও ডুবে আছে।
Begin typing your search above and press return to search.