রাজ্যের বন্যা পরিস্থিতি এখনো শোচনীয়।৭জেলায় ৬৬৮টি গ্ৰামে বানভাসি ৩,৮৬,৫৭০জন।বরাক উপত্যকা,মিজোরাম,মণিপুর ও ত্ৰিপুরার মধ্যে ট্ৰেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে,লামডিং-বদরপুর হিল সেকশনে ধস নামায়।উত্তরপূর্ব সীমান্ত রেল বহু ট্ৰেনের যাত্ৰা বাতিল করেছে। আক্ৰান্ত জেলাগুলি হলো হোজাই,কাছাড়,গোলাঘাট,হাইলাকান্দি,করিমগঞ্জ,পূর্ব ও পশ্চিম কার্বি-আংলং।বন্যায় ক্ষতি হয়েছে ৩২৫টি বাড়ির।নুমলিগড়ে ধনশিরি,শোণিতপুরে জিয়া ভরলি,কাছাড়ে বরাক,কুশিয়ারা ও কাটাখালের জল বিপদ চিহ্নের উপর দিয়ে বইছে।ডিমা হাসাওয়ে ৩জন নিখোঁজ রয়েছেন।
Begin typing your search above and press return to search.