রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(আরবিআই)জানিয়েছে,তারা বেগুনি রঙের ১০০ টাকার নতুন কারেন্সি নোট আগামি আগস্টে বাজারে ছাড়ছে। নতুন নোট চালু হবোর পর পুরনো ১০০ টাকার নোট প্ৰত্যাহার করা হবে না। বিশেষজ্ঞদের বিশ্বাস নতুন নোট এটিএম-এ ব্যবহারের উপযোগী করেই তৈরি করা হচ্ছে। নতুন ১০০ টাকা নোটের উল্টো দিকে রানি-কি-ভব(কুইনস স্টেপওয়েল)যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে। নতুন নোট আকারে ১০ টাকার চেয়ে বড়ে হবে তবে পুরনো ১০০ টাকার চেয়ে হবে হালকা। এই নোট ছাপার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং খুব শিগগিরই তা রিলিজ করা হবে।
রিজার্ভ ব্যাংক বেগুনি রঙের ১০০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে আগস্টে

Next Story