সামারা এরেনায় শনিবার ইংল্যান্ড-সুইডেনের সেমিতে যাওয়ার লড়াই

সামারা এরেনায় শনিবার ইংল্যান্ড-সুইডেনের সেমিতে যাওয়ার লড়াই
Published on

সামারা এরেনায় শনিবার ভারতীয় সময় রাত ৭-৩০ মিনিটে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-সুইডেন। হ্যারিকেন ব্ৰিগেড এই ম্যাচ জিততে পারলে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার শেষ চারে পৌঁছনোর যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে সুইডেন জয় পেলে পঞ্চমবার সেমিতে যাওয়ার টিকিট পেয়ে যাবে। সুইডিশরা ১৯৩৮,১৯৫০,১৯৫৮ ও ১৯৯৪ সালে সেমি ফাইনালে পৌঁছেছিল। কিন্তু কোনও বারই চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ড ১৯৯৬ সালে ঘরের মাটিতে সেমিফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৯০ সালে ইংল্যান্ড পেনাল্টি শুট আউটে হেরেছিল জার্মানির কাছে। সুইডেন টিম গেমকে হাতিয়ার করে মাঠে নামবে। ওদিকে সাউথগেটের ছেলেরা অবশ্য সুইডেনকে হালকাভাবে নিচ্ছেন না।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com