রোস্তব-অন-ডনে বুধবার বিশ্বকাপের গ্ৰুপ-এ-র ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে সৌদি আরবকে পরাস্ত করে। এই জয়ের সুবাদে ফিফা বিশ্বকাপে উরুগুয়ে প্ৰি-কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্ৰ আদায় করে নিল। উরুগুয়ের স্ট্ৰাইকার লুইস সুয়ারেজ খেলার ২৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। সৌদি খেলোয়াড়রা লাগাতার চেষ্টা জারি রেখেও ঘুরে দাঁড়াতে পারেননি। লক্ষ্যভ্ৰষ্ট শটই সৌদি আরবকে ডুবিয়েছে। এর আগে প্ৰথম গ্ৰুপ ম্যাচে সৌদি আরব ০-৫ গোলে রাশিয়ার কাছে হেরেছিল। সুয়ারেজ এই নিয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন এবং তাঁর গোলের সংখ্যা ৫২টি।
Begin typing your search above and press return to search.