স্মার্ট সিটি প্ৰকল্প রূপায়ণ করবে ত্ৰিপুরা সরকারঃ বিপ্লব

স্মার্ট সিটি প্ৰকল্প রূপায়ণ করবে ত্ৰিপুরা সরকারঃ বিপ্লব

আগরতলাঃ ত্ৰিপুরা সরকার ১হাজার কোটি টাকার স্মার্ট সিটি প্ৰকল্পের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও এইচইউডিসিও থেকে ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে। মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব বুধবার একথা জানিয়ে বলেন ২০২১ এর মধ্যে আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে তুলে ধরতেই এই ঋণ নেওয়া হয়েছে। পূর্বতন বামফ্ৰন্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন,২০১৬ তে কেন্দ্ৰ ১০০০ কোটি টাকা মঞ্জুর করেছিল,ওই অর্থ কাজে লাগানো হলে প্ৰকল্পের কাজ ২০১৯-এ শেষ হয়ে যেতো।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com