গহপুরঃ রাজ্যের অর্থ,স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার গহপুর সফরকালে বেশকটি জনসভায় অংশ নেন। তাঁর সঙ্গে ছিলেন প্ৰতিমন্ত্ৰী পীযূষ হাজরিকা। হিমন্ত এদিন সড়ক উন্নয়নে ৭৫ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন।