
হাইলাকান্দিঃ হাইলাকান্দির জেলাশাসক আদিল খান বন্যাবিধ্বস্ত জেলার বিভিন্ন প্ৰান্ত ঘুরে ত্ৰাণ সাহায্যের বিষয়টি খতিয়ে দেখেন। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে সংশ্লিষ্ট বিভাগগুলির কর্মকর্তাদেরও নির্দেশ দেন তিনি। ভাঙা বাঁধ ও বিধ্বস্ত সড়কগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখেন খান। বুধবার আলগাপুর রাজস্ব সার্কলের অধীন মোহনপুরের ভাঙা বাঁধও দেখে আসেন তিনি। বর্তমানে জেলার বন্যা পরিস্থিতি অনেকটা শুধরেছে।