এখানে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ৫৮তম জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অসমের হিমা দাস ২০০,৪০০ মিটার দৌড়ে দুটো সোনা জেতেন। এই অসাধারণ মেধার স্বীকৃতি স্বরূপ রাজ্যপাল জগদীশ মুখি সোমবার রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে হিমাকে সংবর্ধনা জানান। ‘ঘরের মাটিতে আমি,আমার সেরাটা তুলে ধরতে পেরেছি,রাজ্যপালের কাছ থেকে সংবর্ধনা পাওয়াটা স্পেশাল’-বলেন হিমা। ওদিকে রাজ্যপাল মুখি বলেন,হিমা খুব অল্পদিনের মধ্যেই জাতীয় ক্ৰীড়াঙ্গনে নিজেকে তুলে ধরেছে তার নিষ্ঠা,সততা ও অক্লান্ত পরিশ্ৰমের দৌলতে।
Begin typing your search above and press return to search.