৩০জুন এনআরসি-র চূড়ান্ত খসড়া যে প্ৰকাশ করা সম্ভব হচ্ছে সেটা এখন স্পষ্ট।বিশেষ করে বরাক উপত্যকার জেলাগুলিতে বন্যার জন্য এনআরসির কাজে বাধা পড়ে। সুপ্ৰিমকোর্ট চূড়ান্ত খসড়া প্ৰকাশের দিন ৩০জুন ধার্য করে দিয়েছিল যদিও বন্যা এনআরসি কাজে ব্যাঘাত জন্মায়।এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা এই কারণ দেখিয়ে খসড়া প্ৰকাশের জন্য আরও কটা দিন সময় নিয়েছেন।সুপ্ৰিম কোর্ট এক নির্দেশে বলেছে,পূর্ণাঙ্গ খসড়া প্ৰকাশে তারা প্ৰয়োজনে কিছুটা সময় দেবে।২জুলাই কোর্ট খসড়া প্ৰকাশের দিন ধার্য করতে পারে।এনআরসি কার্যালয় থেকে একথা জানানো হয়।
Begin typing your search above and press return to search.