করুণানিধির অন্ত্যেষ্টি অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে দুজনের মৃত্যু,আহত ৪৭

করুণানিধির অন্ত্যেষ্টি অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে দুজনের মৃত্যু,আহত ৪৭

ডিএমকে সভাপতি মুথুভেল করুণানিধির অন্ত্যেষ্টি অনুষ্ঠানে বুধবার পদপিষ্ঠ হয়ে দুজনের মৃত্যু হয়,আহত হন ৪৭ জনেরও বেশি। কালাইংনারের শোকগ্ৰস্ত সমর্থকদের ভিড়ে এদিন চেন্নাইয়ের রাজপথে জনবন্যার সৃষ্টি হয়। মেরিনাবিচের আন্না মেমোরিয়াল অবধি গণনেতার শোক মিছিলে শুধু মানুষ আর মানুষ। প্ৰিয় নেতাকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ ছুটে আসেন। শোকগ্ৰস্ত সমর্থকদের আকস্মিক ভিড় ভারসাম্য হারিয়ে ফেলায় অনেকেই মাটিয়ে লুটিয়ে পড়েন। জনতার বাঁধভাঙা শ্ৰোতে পদপিষ্ঠ হন অনেকে।

‘একজন ব্যক্তি ও এক মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়’। রাজীব গান্ধী হাসপাতালের একজন কর্মী একথা জানিয়ে বলেন,আঘাত প্ৰাপ্ত ৪৭ জনের চিকিৎসা চলছে। করুণানিধি ভারতীয় রাজনীতির বটবৃক্ষ সদৃশ এক ব্যক্তিত্ব,যিনি পাঁচবার তামিলনাডুর মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব পালন করেছেন। বিদেশি বিনিয়োগের মাধ্যমে তামিলনাডুর শিল্পোন্নয়নে অবদানের জন্য বিশেষভাবে পরিচিত তিনি। রক্তচাপ বেড়ে যাওয়ায় গত ২৮ জুলাই তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭ আগস্ট সন্ধে ৬-১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com