কাশ্মীরের কুলগামে সেনার গুলি চালনায় কিশোরী সহ হত ৩,কার্ফু

কাশ্মীরের কুলগামে সেনার গুলি চালনায় কিশোরী সহ হত ৩,কার্ফু
Published on

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দুখতারান-ই-মিলাত প্ৰধান আসিয়া আনদ্ৰাবিকে জাতীয় তদন্তকারী সংস্থা(নিয়া)হেফাজতে নেওয়ায় কাশ্মীর উপত্যকায় উত্তেজনা দেখা দেয়। শনিবার বনধও পালিত হয়,ভেঙে পড়ে স্বাভাবিক জীবন। ওদিকে কুলগামে প্ৰতিবাদকারীদের ওপর সেনারা গুলি চালালে এক কিশোরী সহ ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনায় উপত্যকায় প্ৰতিবাদের ঝড় ওঠে। রিপোর্টে প্ৰকাশ,কুদওয়ানি,কুলগামে টহলরত সেনায় ওপর প্ৰতিবাদকারীরা ইট,পাটকেল ছোড়ে।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com