কুশল কোঁয়রকে স্মরণ করলেন রাজ্যপাল,গ্ৰন্থ উন্মোচন

কুশল কোঁয়রকে স্মরণ করলেন রাজ্যপাল,গ্ৰন্থ উন্মোচন
Published on

গুয়াহাটিঃ রাজ্যপাল জগদীশ মুখি শুক্ৰবার ৭৫তম মৃত্যু বার্ষিকীতে শহিদ কুশল কোঁয়রের প্ৰতিকৃতিতে মালা দিয়ে শ্ৰদ্ধা জানান। এদিন রাজ্যপাল ভূপেন গোস্বামীর লেখা কুশল কোঁয়র(এ কমপ্লিট ড্ৰামা)নামের বইটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন শঙ্করদেব কলাক্ষেত্ৰের বাণীকান্ত কাকতি হলে আয়োজিত অনুষ্ঠানে। শহিদ কুশল কোঁয়র দেশের স্বাধীনতা সংগ্ৰামে নিজেকে উৎসর্গ করেছিলেন। কোঁয়রের দুর্দমনীয় সাহস ও দেশের প্ৰতি ভালবাসার জন্য আমি তাঁর প্ৰতি আন্তরিক শ্ৰদ্ধা জানাচ্ছি-বলেন মুখি।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com