জিনিসপত্ৰের দাম আকাশ ছুঁয়েছে,সরবরাহ বিভাগ হাঁটছে খুড়িয়ে

জিনিসপত্ৰের দাম আকাশ ছুঁয়েছে,সরবরাহ বিভাগ হাঁটছে খুড়িয়ে
Published on

খাদ্য,অসামরিক সরবরাহ ও গ্ৰাহক বিভাগের অবস্থা অনেকটা ঠুঁটো জগন্নাথের মতো। জিনিসের দাম চড়ছে,কিন্তু বিভাগটি তার লাগাম ধরতে পারছে না। বিভাগে ২০০-র বেশি পদ খালি,সেগুলি পূরণ হয়নি। অসাধু ব্যবসায়ীরা যাতে খুশিমতো দাম বাড়াতে না পারে তা দেখা করা বিভাগের কাজ। বিভাগটির অবস্থা খোড়া খোড়ার মতো।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com