BreakingNews
নতুন করে বন্যায় ভাসছে লখিমপুর-ধেমাজির ২৫টি গ্ৰাম
জিয়াঢল,কুমাটিয়া সামপোরা,কারহা ও রতুয়া নদীর প্ৰবল জলস্ফীতি লখিমপুর ও ধেমাজি জেলার ২৫টি গ্ৰাম ভাসিয়ে দিয়েছে। নতুন করে দেখা দেওয়া বন্যায় ক্ষতিগ্ৰস্ত হয়েছেন সহস্ৰাধিক পরিবার। লাগোয়া অরুণাচল প্ৰদেশে অবিশ্ৰান্ত বৃষ্টিপাতের ফলে নদীগুলির জল কূল ছাপিয়ে দুই জেলার বিস্তীর্ণ অঞ্চল ভাসিয়ে দেয়। প্ৰশাসনের তরফে বানভাসিদের জন্য ত্ৰাণ সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। বরদৈবাম এলপি স্কুলের ত্ৰাণ শিবিরে ৩৬টি পরিবার আশ্ৰয় নিয়েছেন। বরদৈবাম বিলমুখ পক্ষী অভয়ারণ্য বন্যার কবলে। ঢকুয়াখানা-গোগামুখ সংযোগী পূর্ত পথের বিভিন্ন স্থানে বন্যার জল বয়ে চলেছে।