নাগরিক বিলের বিরোধিতা করায় নীতিশের প্ৰশংসায় সারা অসম ছাত্ৰ সংস্থা

নাগরিক বিলের বিরোধিতা করায় নীতিশের প্ৰশংসায় সারা অসম ছাত্ৰ সংস্থা

Published on

গুয়াহাটিঃ বিহারের মুখ্যমন্ত্ৰী তথা প্ৰবীণ রাজনীতিক নীতিশ কুমার নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করায় সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)মঙ্গলবার এক বিশেষ চিঠি পাঠিয়ে তাঁর প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করেছে। আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ এবং সভাপতি দীপাঙ্ক কুমার নাথ ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। এনডিএ-র শরিক জনতা দল(ইউ)এর নেতা নীতিশ কুমার বিলের বিরোধিতা করায় তাঁরা তাঁর প্ৰশংসা করেন। অসমের স্থানীয় মানুষের অস্তিত্ব রক্ষায় জেডিইউ-র এই অবস্থানকে বলিষ্ঠ পদক্ষেপ বলে উল্লেখ করেন আসু নেতারা।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com