নাগরিকত্ব নির্ধারণে এনআরসি-ই সঠিক নথি হোকঃ আসু

নাগরিকত্ব নির্ধারণে এনআরসি-ই সঠিক নথি হোকঃ আসু

Published on

গুয়াহাটিঃ এনআরসিতে শুধু প্ৰকৃত ভারতীয়দের নাম উঠুক আসু সেটাই চায়। প্ৰথম দফার খসড়ায় ভুলবশত ঢুকে পড়া ১.৫ লক্ষ আবেদনকারীর নাম ছেঁটে ফেলতে সুপ্ৰিম কোর্ট এনআরসি কর্তৃপক্ষকে যে নির্দেশ দিয়েছে তারই প্ৰেক্ষিতে আসু বলেছে,এনআরসি নাগরিকত্ব নির্ধারণের সঠিক দস্তাবেজ হোক। প্ৰভাবশালী ছাত্ৰ সংগঠনটি এনআরসি নবায়নের কাজে নিয়োজিত কর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে অনুরোধ করেছে যাতে কোনও বিদেশি নবায়িত এনআরসিতে তাদের নাম অন্তর্ভুক্ত করতে না পারে। আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন,এনআরসি একশো শতাংশ নির্ভুল হওয়া চাই।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com