লখিমপুরঃ বিতর্কিত নাগরিক বিলের বিরুদ্ধে আসু সহ ২৮টি জাতীয় সংগঠন শুক্ৰবার এখানে গণসত্যাগ্ৰহ পালন করে। একইসঙ্গে বিলের বিরুদ্ধে তারা যৌথ লড়াইয়ের শপথ নেয়। শহরের সরকারি বালক এইচএস বিদ্যালয় থেকে আসুর উদ্যোগে বের করা হয় এই গণসত্যাগ্ৰহ।