নয়ডায় বিল্ডিং ধসে নিহত ৩,ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে,উদ্ধার চলছে

নয়ডায় বিল্ডিং ধসে নিহত ৩,ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে,উদ্ধার চলছে
Published on

উত্তরপ্ৰদেশের বৃহত্তর নয়ডা এলাকায় মঙ্গলবার সকালে নির্মীয়মাণ দুটি বিল্ডিং ধসে পড়ায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবেরি গ্ৰামে নির্মীয়মান বিল্ডিং দুটির প্ৰাচীরের বহির্ভাগ অত্যন্ত স্যাঁতসেতে ছিল এবং নিম্নমানের নির্মাণ সামগ্ৰী ব্যবহার করার জন্যই বাড়ি দুটি আচমকা ভেঙে পড়ে। ৪টি ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের(এনডিআরএফ)টিম উদ্ধার অভিযানে তদারক করছে। এপর্যন্ত ৩টি শব উদ্ধার করা গেছে। উত্তরপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ উদ্ধার অভিযানে এনডিআরএফকে সাহায্য করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com