গুয়াহাটিঃ পঞ্চায়েত,গ্ৰামোন্নয়ন(পিঅ্যান্ডআরডি)বিভাগের নিয়োগ পরীক্ষায় ঢালাও অনিয়মের অভিযোগ ওঠায় চাপে পড়ে দিশপুর বিষয়টি নিয়ে সিআইডি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্ৰী নবকুমার দোলে অনিয়মের অভিযোগটি তদন্ত করার জন্য সিআইডিকে লিখিত প্ৰস্তাব দিতে বিভাগকে নির্দেশ দেন।