বিলাসী গাড়ি থেকে রাস্তায় আবর্জনা ফেলা নিয়ে অনুষ্কার প্ৰতিবাদ ঘিরে বিতর্ক

বিলাসী গাড়ি থেকে রাস্তায় আবর্জনা ফেলা নিয়ে অনুষ্কার প্ৰতিবাদ ঘিরে বিতর্ক
Published on

বিলাসী গাড়িতে বসে দিব্যি রাস্তায় আবর্জনা ফেলার অভ্যাস-এ কেমন সভ্যতা। এটা কি নোংরামো নয়? বলিউড অভিনেত্ৰী অনুষ্কা শর্মা কোহলি এমনই এক প্ৰশ্ন ছুঁড়ে দিয়েছেন বিলাসী গাড়ির আরোহী আরহান সিং নামের এক ব্যক্তিকে। উভয়ের মধ্যে ইস্যুটি নিয়ে কথা কাটাকাটিও হয়। আরহামকে তার বিলাসী গাড়ির ভেতর থেকে মুম্বইয়ের পথে আবর্জনা ছুঁড়ে ফেলতে প্ৰত্যক্ষ করেন অনুষ্কা। ভদ্ৰলোক অনুষ্কার দৃষ্টি এড়িয়ে আর যাবেন কোথায়? এই দৃশ্য পরখ করা মাত্ৰই অভিনেত্ৰী অনুষ্কা তাঁকে ছেকে ধরেন। যে পথে সারাক্ষণ মানুষ চলাচল করছেন সেই পথে এভাবে আবর্জনা আস্তাকুঁড়ের সামগ্ৰী ছড়িয়ে ছিটিয়ে ফেলাটা কী হীন মানসিকতার পরিচায়ক নয়? অনুষ্কা ওই ভদ্ৰলোককে পরিছন্ন পথে এভাবে নোংরা ফেলাটা যে শোভনীয় নয় সেকথাও স্মরণ করিয়ে দেন। এই ঘটনা সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে যায়। স্বামী তথা ভারতীয় ক্ৰিকেট অধিনায়ক বিরাট কোহলি টুইটারে স্ত্ৰীর পক্ষেই সায় দেন। সমাজ সচেতনতায় রাস্তায় আবর্জনা ফেলা নিয়ে অনুষ্কার এই প্ৰতিবাদকে সোজাসাপটা সমর্থন করেন বিরাট। কেউ কেউ অবশ্য নবদম্পতির পক্ষেই সায় দেন। আবার কেউ বা বলেছেন সস্তা জনপ্ৰিয়তা অর্জনেই অনুষ্কার এই প্ৰতিবাদ।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com