মহানগরীতে ইসকনের রথযাত্ৰায় ভক্তের ঢল

মহানগরীতে ইসকনের রথযাত্ৰায় ভক্তের ঢল
Published on

গুয়াহাটির ইসকন মন্দির থেকে শনিবার শ্ৰীশ্ৰীজগন্নাথ দেবের রথযাত্ৰা বের করা হয়।ইসকন মন্দিরে ৯দিনের কর্মসূচিতে রথযাত্ৰা উৎসবের আয়োজন করা হয়েছে। ইসকন মন্দির থেকে এদিন ভগবান জগন্নাথ,বলরাম ও সুভদ্ৰার বিগ্ৰহ বের করে নিয়ে আসা হয় শহরের এবিসি এলাকায় এবং ওখান থেকে রথ এগিয়ে যায় জয়নগর ও বেলতলায়,যেখানে ইসকন বিশাল জগন্নাথ মন্দির নির্মাণ করছে।রথ টানতে এগিয়ে আসেম ভক্তপ্ৰাণ মানুষ।নদিনের কর্মসূচিতে থাকছে কীর্তন,ধর্মগ্ৰন্থ পাঠ ইত্যাদি। ২২জুলাই হবে উল্টোরথ।পুরির জগন্নাথ মন্দির ও মায়াপুর ও আহমেদাবাদে ধুমধামের সঙ্গে রথযাত্ৰা পালিত হচ্ছে।

Top News

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com